ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সময় এসেছে : কংগ্রেস নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2025 ইং
কাশ্মীরে সতর্ক পাহারায় ভারতীয় সেনা। ছবি : সংগৃহীত ছবির ক্যাপশন: কাশ্মীরে সতর্ক পাহারায় ভারতীয় সেনা। ছবি : সংগৃহীত
ad728

‘বিশ্ব আমাদের সঙ্গে রয়েছে। পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সময় এসেছে’- বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের অন্যতম নেতা উদিত রাজ । শনিবার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উদিত রাজ বলেন, পহেলগাম হামলা ভারতের সমর্থনে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে। ভারত সরকারের পাকিস্তানকে শিক্ষা দেওয়ার এখনই সঠিক সময়। কংগ্রেস দল সরকারের যে কোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপকে পূর্ণ সমর্থন করবে। আমরা সর্বদলীয় বৈঠকে একই আশ্বাস দিয়েছি।

তিনি আরও বলেন, সকল সন্ত্রাসী আস্তানা ধ্বংস করার এবং পাকিস্তান যাতে আবার এই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করে সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার এটাই সময়।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারত-অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার যে কোনো নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য তার দেশ উন্মুক্ত। শনিবার (২৬ এপ্রিল) কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে পাসিং আউট কুচকাওয়াজের ভাষণের তিনি এ কথা বলেন।

শাহবাজ বলেন, পহেলগামে সাম্প্রতিক ট্র্যাজেডি ভারতের চিরস্থায়ী দোষারোপের আরেকটি উদাহরণ, যা অবশ্যই বন্ধ করতে হবে। একটি দায়িত্বশীল দেশ হিসেবে পাকিস্তান তার ভূমিকা অব্যাহত রাখবে। পাকিস্তান যে কোনো নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে অংশগ্রহণের জন্য উন্মুক্ত।

অপরদিকে হুংকার দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, ‘সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত ​​বইবে।’

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত এ হামলার পেছনে আন্তঃসীমান্ত সংযোগের অভিযোগ করেছে। এ ধারাবাহিকতায় পাকিস্তানের বিরুদ্ধে অন্তত ৭টি বড় পদক্ষেপ নিয়েছে। জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয়। বর্তমানে পাকিস্তানের আকাশসীমা ভারতের বিমান সংস্থাগুলোর জন্য বন্ধ থাকায় তারা বিপদে পড়েছে।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স