ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় পৌরসভার রাস্তা দখল করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মনির খান স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীপাশা এলাকায় পৌরসভার রাস্তার ওপর নির্মিত ইটের হেজিং তুলে ফেলে একটি বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে অভিযুক্ত ওসমান শেখের বিরুদ্ধে। তিনি মূলত লোহাগড়া উপজেলার শালনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪-৫ বছর আগে লোহাগড়া পৌরসভা কর্তৃক জনসাধারণের চলাচলের দুর্ভোগ কমাতে একটি ইটের সলিং নির্মাণ করেন। 
সম্প্রতি ওসমান শেখ,
 তিনি লক্ষীপাশা গ্রামের সৈয়দ আবুল বাসারের কাছে থেকে জমি ক্রয় করে একটি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেন। ভবন নির্মাণের জন্য তিনি পৌরসভার রাস্তার হেজিং তুলে ফেলেন, যা নিয়ে ৪-৫ মাস আগে থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এবং অভিযুক্ত ওসমান শেখের বিরুদ্ধে সৈয়দ আবুল বাসার পৌরসভায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে লোহাগড়া পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থানে গিয়ে পরিদর্শন করেন, এবং ওসমান শেখকে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তখনই পৌরসভা থেকে কার্যক্রম বন্ধ করে দেয়।
পরবর্তীতে ওসমান শেখ সেনাবাহিনীর নিকট একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের উপর ভিত্তি করে নড়াইল শহরের সেনা ক্যাম্প কর্তৃপক্ষ লোহাগড়া পৌরসভার বিএনপির সভাপতি মিলু শরীফকে বিষয়টি তদন্ত ও সমাধানের দায়িত্ব দেন। মিলু শরীফ সরেজমিন তদন্ত করে জানান, ওসমান শেখ রাস্তার একটি অংশ জুড়ে বিল্ডিং নির্মাণ করছেন।
এরপর সোমবার (২৮ এপ্রিল) পৌরসভাকে না জানিয়ে ওসমান শেখ আবারও লোকজন নিয়ে জোরপূর্বক নির্মাণকাজ শুরু করেন। এ সময় সৈয়দ আবুল বাসার ও তার স্ত্রী বাধা দিতে গেলে তাদের কে হুমকি ধামকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসীদের অভিযোগ,রাস্তার হেজিং তুলে ফেলে রাস্তার অংশ জুড়ে বিল্ডিং নির্মাণে জনসাধারণের চলাচলের বড় ধরনের বাধা সৃষ্টি করবে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও রাস্তা দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স