ঢাকা | বঙ্গাব্দ

আশুলিয়ায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
মোঃ মনির মন্ডল,সাভার:
আশুলিয়ায় জামগড় এলাকায় অভিযান চালিয়ে মাসুদ (৩০) নামের এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তল ও গুলি , চাপাতিসহ আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। 
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জামগড়ার ছয়তলা ষ্টার্ন হাউজিং এলাকর একটি তিনতলা ভবনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।  আটকৃত সে পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি সন্ত্রাসী কার্যক্রম করার জন্য নিজ হেফাজতে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র রেখেছিলেন। র্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া ছয়তলা ষ্টার্ন হাউজিং এলাকায় তিনতলা ওই ভবনে অভিযান পরিচালনা করা হয়। এসময় কক্ষটি ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, দেশিও অস্ত্র ও বিদেশী খালি মদের বোতলসহ  তাকে মাসুদকে আটক করা হয়। সে একটি সঙ্ঘবদ্ধ অপরাধ চক্রের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

 এ বিষয়ে র্যাব-৪-এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স