ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়া থানা কর্তৃক ৪০ পিস ইয়াবা সহ গ্রেফতার ০২

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2025 ইং
মোঃ সালমান বিশ্বাস(২৩) ও মোঃ চঞ্চল গাজী(৩৮) ছবির ক্যাপশন: মোঃ সালমান বিশ্বাস(২৩) ও মোঃ চঞ্চল গাজী(৩৮)
ad728
মনির খান স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সালমান বিশ্বাস(২৩) ও মোঃ চঞ্চল গাজী(৩৮) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সালমান বিশ্বাস(২৩) লোহাগড়া থানাধীন খলিসাখালী গ্রামের মোঃ শামীম বিশ্বাসের ছেলে ও মোঃ চঞ্চল গাজী(৩৮) পার মল্লিকপুর গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে। 

গত ২৯ এপ্রিল'২৫ বিকাল ১৭ঃ৩৫ ঘটিকার সময় লোহাগড়া থানাধীন ০৯নং মল্লিকপুর ইউনিয়নের চর-মল্লিকপুর গ্রামের উত্তরপাড়া আলম মিয়ার বাড়ির সামনে পাঁকা রাস্তা উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) শাহিন মিয়া, এসআই(নিঃ) মোঃ আব্দুস শুকুর ও এএসআই(নঃ) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সালমান বিশ্বাস(২৩) ও মোঃ চঞ্চল গাজী(৩৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স