নড়াইলের লোহাগড়ায় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় ওই মরদেহ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান। তিনি জানান, উদ্ধারকৃত মরদেহটি উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে সালমান খন্দকারের (২৬) ।স্বজনেরা জানান, বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত সালমান ও তাঁর বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর নামক এলাকায় পিকনিক করে। পিকনিক শেষে শামুকখোলায় নিজ বাড়িতে এসে কিছু সময় পর নিজের মোটরসাইকেল নিয়ে আবার বের হয়ে যান। অনেক রাত হয়ে যাওয়ায় এবং বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইল কল দিলে তা বন্ধ পান।
শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় পরিবারের সদস্যরা মরদেহটি সালমানের বলে শনাক্ত করে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক