ঢাকা | বঙ্গাব্দ

আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘন্টা পর ২ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : May 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মোঃ মনির মন্ডল, সাভারঃ আশুলিয়ায় কামাল গেট এলাকায় নিখোঁজের ১২ ঘন্টা পর মাছের ঘের থেকে ২ মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার কামাল গেট শান্তিনগর এলাকায় একটি মাছের ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, লিমন হোসেন (১০) পাবনার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে এবং মানিক হোসেন (৮) জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

নিহতের স্বজনরা জানান, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল শিশুরা। অনেক খোজাখুজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। সকালে বাসার পাশের এলাকার পুকুরে শিশু দুটির মরদেহ পানিতে ভাসতে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ দুটি উদ্ধার করে।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মো: সাইফুল্লাহ আকন্দ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়ণাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স