ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুুন, গ্রেফতার ১

  • নিউজ প্রকাশের তারিখ : May 16, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মনির খান স্টাফ রিপোর্ট:

নড়াইলের লোহাগড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজা ও চাচাতো ভাইয়ের হাতে টোকন মীর (৬০) চিকিৎসাধীন অবস্থায় নিহত হন। টোকন মীর হত্যাকান্ডের এজাহারনামীয় তালিকার আসামী রাজ্জাক মীর (৫৫) কে গ্রেফতার করেছে নড়াইল জেলা ডিবি পুলিশ।

শুক্রবার (১৬ মে) ভোররাতে মাদারীপুর সদর থানাধীন উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে নড়াইল জেলা ডিবি পুলিশ। নড়াইল জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শাহাদারা খান বিষয়টি নিশ্চিত করেছেন 

গ্রেফতারকৃত রাজ্জাক মীর লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের মৃত্যু বিলায়েত মীরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান এর তত্ত্বাবধানে এসআই গৌতম এসআই আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাজ্জাক মীরকে মাদারীপুর সদর থানাধীন উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে ভোররাতে গ্রেফতার করেন।

উল্লেখ্য গত, বুধবার (৭ মে) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে ফেরদৌস মীর ও তার চাচাতো ভাই টোকন মীরের পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হন, এক পর্যায়ে রাজ্জাক মীর, ফেরদৌস মীর রিজ্জাক মীর ও তার ছেলেরা টোকন মীরের বাড়িতে হামলা চালায়। এতে টোকন মীরকে কুপিয়ে জখম করে ও তার ছেলে রুবেল মীর ও রাজু মীর এবং তার মা আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে টোকন মীরের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবং চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ মে) দুপুরে টোকন মীর মারা যায়।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদারা খান বলেন, আমরা অল্প সময়ের মধ্যে টোকন মীর হত্যাকাণ্ডের এজাহারনামীয় আসামি রাজ্জাক মীরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স