ঢাকা | বঙ্গাব্দ

শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে সারজিস

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2025 ইং
গাড়িবহর নিয়ে সারজিস আলমের শোডাউন। ছবির ক্যাপশন: গাড়িবহর নিয়ে সারজিস আলমের শোডাউন।
ad728

পঞ্চগড়ে শতাধিক গাড়ি নিয়ে নানা জায়গায় পথসভা করেছেন জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (২৪ মার্চ) তিনি এসব পথসভা করেন।

দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে পথসভায় সারজিস বলেন, কথা নয় আমরা কাজ করে দেখাতে চাই। আগামীর বাংলাদেশ কেউ আর দলের নাম দেখে বা মার্কা দেখে ভোট দেবে না। এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে।

তিনি বলেন, ভোটের আগের দিন নেতারা যান আর কিছু টাকা ধরিয়ে দেন। আর ভোটের পরে যে কোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকেন। নতুন বাংলাদেশ আর এগুলো হতে দেওয়া যাবে না। যে জনপ্রতিনিধি হয়ে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবে, তাদেরকে আর জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া যাবে না।

সারজিস বলেন, আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।


এসব পথসভায় সারজিসের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি বোদা উপজেলার উদ্দেশে গাড়ি বহর নিয়ে দেবীগঞ্জ ছেড়ে যান। পরে নিজ এলাকা আটোয়ারীতে ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স