নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের, দোয়া মল্লিকপুর গ্রামের
(পূর্ব পাড়ার)
মৃত্যু আমির হোসেন গাজীর মেয়ে হেলেনা বেগম (রেখা) দীর্ঘ ৫/৬ বছর ধরে
পিত্তথলিতে পাথর, জরায়ুতে টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়েছে ও হার্টের
সমস্যা। ডাক্তার বলেছে অপারেশন হতে হবে, কিন্তু টাকা নাই, ওষুধ খেতে পারছেন
না, অপারেশন কিভাবে করবেন । প্রতিমাসে ৫০০০ টাকার ওষুধ লাগে।
রেখার সংসার:
রেখা তার বৃদ্ধ মা ও তার ২টি নাতি নিয়ে ভিক্ষাবৃত্তি করে খেয়ে না খেয়ে
জীবন যুদ্ধে কোন রকম বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মৃত্যুর সাথে পাঞ্জা
লড়ছেন, কিন্তু দেখার মতো আপনজন বলতে কেউই নাই।
পরের বাড়িতে ছোট্ট একটি কুঁড়ে ঘর বানিয়ে কোন রকম বেঁচে আছেন।
দুর্ভাগ্যবশত সে ঘরটা ও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এখন তারা ৪ জন জরাজীর্ণ
একটি ঘরে বসবাস করছেন।
রেখার স্বামী নাই, আছে শুধু একটি ছেলে রাজমিস্ত্রীর কাজ করতেন, কিন্তু সে
ছেলে টাও গাড়ি এক্সিডেন্টে করে মেরুদন্ডের সমস্যা হয়ে কোন কাজ করতে পারে
না।
অসহায় রোগে আক্রান্ত রেখা, সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসার জন্য ও তার
জীবন বাঁচানোর জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। রেখা বাঁচতে চাই!
সমাজের বুকে সহৃদয়বান ব্যক্তিরা তাকে সাহায্য করে পাশে দাঁড়াতে পারেন।
রেখার বিকাশ নং 01762566696 ও 01933931526 এ যোগাযোগ করে সাহায্যের হাত
বাড়াতে পারেন।