ছোটপর্দায় এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। টিভি নাটকে বিভিন্ন ধরনের চরিত্রে সাবলিল অভিনয় করে অল্প সময়ে দর্শকের পছন্দের তালিকায় চলে এসেছেন এই তারকা।
তবে নাটকে জনপ্রিয়তা পেলেও সাদিয়ার অভিনয় শুরু হয় সিনেমার মাধ্যমে। গুণী নির্মাতা গীয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমার নাম ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়ে অভিষেক হয়। গত বছর মুক্তিপ্রাপ্ত ছবিটিতে সাদিয়ার অভিনয় প্রশংসাও কুড়িয়েছে।
নতুন খবর হলো- এই তারকাকে দেখা যাবে নতুন আরেকটি ছবিতে। যা কোরবানির ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সাদিয়া নিজেই আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন।
এই অভিনেত্রী বলেন, ‘‘আগামী ১২ এপ্রিল থেকেই আমার নতুন ছবির শুটিং শুরু হবে ঢাকার বাইরে। এখন সেই ছবিটির প্রস্তুতি নিচ্ছি। শুটিং শুরুর দু’একদিন আগেই সেটে গিয়ে পৌঁছবো।’’
তবে ছবিটির নাম কী, পরিচালক কে বা সহশিল্পী কারা? সেসবের কিছুই জানাতে চাননি সাদিয়া।
তিনি বলেন, ‘এখন শুধু এটুকু বলতে পারি যে সিনেমা করছি, বড়পর্দার জন্যই করছি। সব ঠিক থাকলে ছবিটি কোরবানিতেই মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এটি সম্পূর্ণ কমার্শিয়াল ধাচের, এন্টারটেইনিং সিনেমা। পরিবার নিয়ে দেখার মতো গল্প নিয়ে নির্মিত হচ্ছে।’
এসব তথ্য থেকে মনে হতে পারে, তাহলে কী সাদিয়া আয়মান কোরবানির ঈদে মুক্তির জন্য নির্মিতব্য দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয় করছেন?
প্রশ্নটি করা হয় সাদিয়ার কাছেও। তিনি এটুকু নিশ্চিত করেন যে, ‘তাণ্ডব’-এ তিনি অভিনয় করছেন না।
তিনি এও বলেন, ‘তাণ্ডব ছবিটি আমি করছি না। তবে আমি যেটা করছি সেখানেও আমার যারা সহশিল্পী, তারা সবাই লেজেন্ড।’
সবশেষে সাদিয়া বলেন, ‘আমার ছবিটির ব্যাপারে এখনো কেউ কিছুই জানে না। প্রযোজক কিংবা পরিচালকের পক্ষ থেকে কোন ধরনের ঘোষণাও আসেনি। তাই এখনই এর বেশি আমি কাউকেই কিছু বলতে পারবো না।’