ঢাকা | বঙ্গাব্দ

গাজায় ৩৬ বিমান হামলায় কেবল নিহত নারী-শিশুরা : জাতিসংঘ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2025 ইং
ইসরায়েলি হামলার পর নিরাপদ আশ্রয় খুঁজছেন নারীরা। ছবি : সংগৃহীত ছবির ক্যাপশন: ইসরায়েলি হামলার পর নিরাপদ আশ্রয় খুঁজছেন নারীরা। ছবি : সংগৃহীত
ad728

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির চালানো অন্তত ৩৬টি বিমান হামলায় কেবল নারী ও শিশুরা নিহত হয়েছেন। গত মার্চ মাসের মাঝামাঝি থেকে এ হামলা চালানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, গত মার্চ মাসের মাঝামাঝি থেকে গাজায় ইসরায়েলের অন্তত ৩৬টি বিমান হামলায় নিহতদের মধ্যে শুধু ফিলিস্তিনি নারী ও শিশু ছিল। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে।

জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি জানান, গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত গাজা উপত্যকায় আবাসিক ভবন ও শরণার্থীদের তাঁবুর ওপর ২২৪টি হামলার তথ্য নথিভুক্ত করা হয়েছে। তিনি বলেন, আমাদের প্রমাণিত তথ্যানুসারে যেসব ৩৬টি হামলার বিশ্লেষণ করা হয়েছে, তাতে দেখা গেছে, সেখানে কেবল নারী ও শিশু নিহত হয়েছে।


ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়ে ইসরায়েলের অব্যাহত হামলায় এক হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। ফলে উপত্যকায় খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধসহ সব জরুরি পণ্য সরবরাহ বন্ধ রয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে, গাজায় এক ফোঁটা সাহায্যও পৌঁছায়নি। না খাবার, না জ্বালানি, না ওষুধ। কোনো বাণিজ্যিক পণ্যও ঢোকেনি।

তিনি আরও বলেন, সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় গাজা এখন এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। মানুষ এক নিরবচ্ছিন্ন মৃত্যুর চক্রে পড়ে গেছে।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স