ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও তালিকাভুক্ত অপরাধী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2025 ইং
লোহাগড়ায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও তালিকাভুক্ত অপরাধী গ্রেফতার। ছবির ক্যাপশন: লোহাগড়ায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও তালিকাভুক্ত অপরাধী গ্রেফতার।
ad728

মনির খান স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্ৰামের 
রেজাউল শেখের ছেলে বাবুল মিয়া (৪৫)কে 
১২এপ্রিল ২০২৫ ইং ০৫:০০ ঘটিকার সময় গ্রেফতার করেন যৌথ বাহিনী।
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে লোহাগড়ায় একটি বিশেষ অভিযান পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়।

জানা গেছে অভিযানের মূল উদ্দেশ্য ছিল মোঃ বাবুল মিয়াকে গ্রেফতার করা, যিনি অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য রাখার ও সরবরাহের সঙ্গে জড়িত। 
এবং অভিযানে টার্গেট ব্যক্তি কে সফলভাবে গ্রেফতার করা হয় এবং একাধিক অবৈধ ও সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়।

জব্দ/উদ্ধারকৃত দ্রব্যাদি: চীনা কুড়াল ০২টি
ভদকা (ম্যাজিক মোমেন্ট) ০১ বোতল।
দেশীয় অস্ত্র ০২টি! গাঁজা ৩৫ গ্রাম! অবৈধ সিম কার্ড ০৪টি! হকি স্টিক ০২টি! ধারালো ছুরি ০১টি! যৌন উত্তেজক ওষুধ ০১টি! মেগাফোন ০১টি!
গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত দ্রব্যাদি লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে লোহাগড়া থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স