মনির খান স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া থানা পুলিশের বিশেষ অভিযানে নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীমকে গ্ৰেফতার । আজ ১মে বিকাল ৩ টার দিকে এস আই আব্দুস সালামের নেতৃত্বে, লোহাগড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তার মহাজন রোড এলাকা থেকে তাকে গ্ৰেফতার করে ।
ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম নড়াইল জেলার সদর থানার আউড়িয়া গ্ৰামের সেলিম মন্ডলের ছেলে। গত ৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ, অভিযুক্ত ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ারের বিরুদ্ধে নড়াইল সদর থানায় একটি নাশকতা মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমান বলেন, নড়াইল সদর থানার এজাহার ভুক্ত নাশকতা মামলার আসামি জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম গ্রেফতার করা হয়েছে, এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।