প্রিন্ট এর তারিখঃ May 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2025 ইং
লোহাগড়ায় দিন মুজুরীর টাকা চাইতে গিয়ে স্বামী ও স্ত্রী মারধরের শিকার
মনির
খান স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের নওখোলা গ্ৰামের রবি শেখের ছেলে
দিন মুজুরী মাসুদ শেখ(৪০) ও তার স্ত্রী ফরিদা বেগম (৩০)বেধড়ক মারধরের
শিকার হয়েছে।
বুধবার ৭ মে ২০২৫ তারিখ সকালের দিকে বাকপ্রতিবন্ধী মাসুদ শেখ একই গ্ৰামের
হোসেন মিয়ার ছেলে হেলাল মিয়ার কাছে বকেয়া ৪ দিনের ২৪০০ শত টাকা! ও অন্য
আর একটি কাজের ১০০০ টাকা, মোট ৩৪০০ শত টাকা চাইতে গিয়ে দিন মুজুর বাক
প্রতিবন্ধী মাসুদ শেখ কে গালমন্দ করে তাড়িয়ে দেয়।
তার কিছু সময় পর ৬,৩০ মিনিটের দিকে মাসুদ শেখের বাড়িতে হেলাল মিয়া ও একই
গ্ৰামের মৃত্যু রাহেন মিয়ার ছেলে লাভু মিয়া এসে মাসুদ শেখ ও তার স্ত্রী
কে উল্টা পাল্টা ভাবে গালমন্দ করে! এক পর্যায়ে মাসুদ শেখের স্ত্রী তাদের
কথার উত্তর দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে প্রতিপক্ষ
হেলাল মিয়া ও লাভু মিয়া মিলে মাসুদ শেখ ও তার স্ত্রী কে বেধড়ক মারপিট
করে চলে যায়।
পরবর্তীতে প্রতিবেশীরা আহত মাসুদ শেখ ও তার স্ত্রী কে লোহাগড়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে, এবং তারা চিকিৎসাধীন রয়েছে।
উক্ত ঘটনা নিয়ে একটি পক্ষ মিমাংসা করে দিবেন বলে আশ্বাস দিয়ে থানায়
অভিযোগ দিতে দিচ্ছেন না
বলে অভিযোগ পাওয়া গেছে।
লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমান বলেন, ঘটনার খবর
পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছিল, এখনো পর্যন্ত কোন অভিযোগ পাই নাই, পেলে
দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ