ভারতের মহাকাশ গবেষণায় বড় ধাক্কা। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ পাঠাতে গিয়ে মুখ থুবড়ে পড়ল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান। উৎক্ষেপণের পর কয়েক মিনিটের মধ্যেই মিশন ব্যর্থ ঘোষণা করতে বাধ্য হন ইসরোর বিজ্ঞানীরা।
রোববার (১৮ মে) সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে উৎক্ষেপণ করা হয় পিএসএলভি-সি৬১ রকেট।
এতে ১ হাজার ৬৯৬ কেজি ওজনের ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটিকে ৫২৪ কিলোমিটার উঁচু সান-সিংক্রোনাস পোলার অরবিটে স্থাপন করার কথা ছিল।
প্রথম ও দ্বিতীয় ধাপ পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও তৃতীয় ধাপে এসে ঘটে বিপত্তি। উৎক্ষেপণের ২০৩ সেকেন্ডের মাথায় রকেটের তৃতীয় ধাপে থাকা মোটরে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ফলে কর্তৃপক্ষ বাধ্য হয় পুরো অভিযান বাতিল করতে। মহাকাশেই রকেটটি ধ্বংস করে দেওয়া হয়।
ভারতীয় বার্তাসংস্থা এএনআইএর বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, অভিযানের ব্যর্থতার কথা সরাসরি সম্প্রচারে স্বীকার করেছেন ইসরোর প্রধান ভি নারায়ণান। ইসরোর পক্ষ থেকে পরে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জানানো হয়, ‘পিএসএলভি-সি৬১-এর দ্বিতীয় ধাপ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। তবে তৃতীয় ধাপে বিশেষ পর্যবেক্ষণের ভিত্তিতে অভিযানটি বন্ধ করে দিতে হয়েছে।’
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে একের পর এক সফল উৎক্ষেপণ করেছে ইসরো। এই রকেট এখন পর্যন্ত ৬৩ বার ব্যবহার করা হয়েছে, যার মধ্যে পুরোপুরি ব্যর্থ হয়েছে তিনটি মিশন। নতুন এই ব্যর্থতা ইসরোর জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ইসরোর প্রকৌশলীরা ইতোমধ্যে গোলযোগের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন। তবে এই ব্যর্থতা ভারতের মহাকাশ গবেষণায় সাময়িক হলেও একটি বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করল বলেই মনে করা হচ্ছে।