প্রিন্ট এর তারিখঃ May 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 26, 2025 ইং
নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালন
মনির
খান বিশেষ প্রতিনিধি:
আজ ২৬ মার্চ/২০২৫ (বুধবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের স্বাধীনতা
দিবসে হৃদয় নিংড়ানো ভালোবাসায় জাতি স্মরণ করছে মুক্তির মহানায়কদের। এরই
ধারাবাহিকতায় নড়াইল জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে
দিনটি। আজ সকাল ৯ঃ০০ ঘটিকার সময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ
কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে যোগদান করেন নড়াইল জেলার সুযোগ্য
পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়।
প্রথমে পুলিশ সুপার মহোদয় অন্যান্য অতিথিদের সাথে বেলুন উড়িয়ে ও শান্তির
প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। রোভার স্কাউটের
শিক্ষার্থীরা অন্যান্য অতিথিদের সাথে পুলিশ সুপার মহোদয়কে অতিথি স্মারক
পরিয়ে দেন।অতঃপর পুলিশ সুপার মহোদয় অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফুল
ছিটিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেন। পরে পুলিশ সুপার মহোদয় ও
অন্যান্য অতিথিগণ জেলা পুলিশের নেতৃত্বে অনুষ্ঠিত প্যারেডের সালামি গ্রহণ
করেন এবং প্যারেড পরিদর্শন করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় প্যারেড
কমান্ডার ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পরবর্তীতে সকাল ১১ঃ০০ ঘটিকার সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫
উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর
মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভার
আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের
সদস্যদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। পুলিশ সুপার জনাব কাজী এহসানুল
কবীর মহোদয় তার বক্তব্যে বলেন বীর মুক্তিযোদ্ধাগণের আত্মত্যাগ ও সাহসিকতার
বিনিময়ে আজকের এই স্বাধীন দেশ।
আমরা বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান
করি। পুলিশ সুপার মহোদয় সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় জনাব শারমিন আক্তার জাহান, জেলা প্রশাসক, নড়াইল মহোদয়; সহ জেলা
পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন দপ্তরের
কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ