প্রিন্ট এর তারিখঃ May 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2025 ইং
লোহাগড়ায় দলীয় প্রভাব খাটিয়ে ১৬ বছর পর্যন্ত ১৪ একর জমি জোর দখল! ৫ আগষ্টের পর ঐ জমি পূর্ন উদ্ধার

মনির খান স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের
চেয়ারম্যান শেখ সিহানূক রহমানের ক্ষমতার দাপটে
ইতনা ইউনিয়নের বার পাড়া ১২৯ নং মৌজার প্রায় ১৪ একর জমি জোর দখল করে নেওয়ার অভিযোগ রয়েছে।
দখলদাররা হলেন, ইতনা ইউনিয়নের কুমার ডাঙ্গা গ্ৰামের মৃত্যু আব্দুল হকের ছেলে ইতনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ৪ নং ওয়ার্ডের মেম্বার সাহাদুল শেখ,ও তার ভাই ইতনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন শেখ (আবু) সহ আরো বেশ কিছু লোক জন মিলে ১৪ একর জমি জোর দখল করে নিয়ে ছিল।
ইতনা ইউনিয়নের সাবেক মেম্বার ও ইতনা ইউনিয়নের বিএনপির সভাপতি শেখ পলাশ আলী বলেন,ঐ জমি গুলো আমার বাবা শেখ মহাসিন আলীর নামে থাকলে ও গত ১৬ বছর ধরে চেয়ারম্যান সিহানূক রহমান, শেখ আদনান, মেম্বার সাহাদুল শেখ,ও আবুল হোসেন শেখ সহ আরো বেশ কিছু লোক জন মিলে জোর দখল করে নিয়ে ছিল।
গত ৫ আগষ্টের বৈষম্য ছাত্র আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে ঐ জমির মূল মালিক শেখ মহাসিন আলী পূর্ন উদ্ধার করে ভোগদখলে আনতে সক্ষম হয়।
বার পাড়া মৌজার ওই জমির দাতা আব্দুল হাই মিয়া
কবলা দলিল মূলে বিক্রি করেন,
শেখ মহাসিন আলী,রাহেন,এজলাস শেখ, বাচ্চু শেখ,ও বুদ্ধি মন্তর বিশ্বাসের কাছে। যার কবলা দলিল নং ৩০৮৯/৩০৯০/৩৫৯১/৩৯১৯ ! উল্লেখিত জমি নড়াইল জেলা মহামান্য জর্জ কোর্টে মামলা চলমান রয়েছে! মামলা নং ২৮২/২২ মামলার বাদী কুমার ডাঙ্গা গ্ৰামের শেখ মোঃ মহিউদ্দিন শেখের ছেলে শেখ মহাসিন আলী।
উক্ত জমি নিয়ে আওয়ামী লীগের নেতা কুমার ডাঙ্গা গ্ৰামের আব্দুল হকের ছেলে আবুল হোসেন শেখ (আবু)ও তার ভাই ইতনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার সাহাদুল শেখ ও তাদের সহযোগী কর্তৃক
সাবেক মেম্বার ও বর্তমান ইতনা ইউনিয়নের বিএনপির সভাপতি শেখ পলাশ আলীদের নামে লোহাগড়া মধুমতি আর্মি ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে,সেনাবাহিনী সরেজমিনে গিয়ে ২ পক্ষের মধ্যে সমস্যা গুলো শুনে সমাধানের চেষ্টা করেন।
উল্লেখিত জমি সম্পর্কে সরেজমিনে গিয়ে জানা গেছে ঐ জমির বিরুদ্ধে নড়াইল জেলা জজ কোর্টে মামলা রয়েছে। আদালতের উর্দ্ধে কেউ না। কাজে ই এলাকার উভয় পক্ষ আদালতকে সন্মান দেখিয়ে চুড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন মনে করেন স্থানীয়রা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ