ঢাকা | বঙ্গাব্দ

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বিকেলে

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2025 ইং
ছবি : সংগৃহীত ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম মে মাসে বাড়বে নাকি কমবে, সেটি জানা যাবে আজ। রোববার (০৪ মে) বিকেলে এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ২০২৫ সালের মে মাসের কন্ট্রাক্ট প্রাইস (CP) অনুযায়ী, চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে এলপিজির মূল্য সমন্বয় করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এ সংক্রান্ত নির্দেশনা রোববার বিকেল ৪টায় প্রকাশ করা হবে।

এর আগে, গত ৬ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে মূল্য নির্দেশনা জারি করে। তারও আগে, ৩ মার্চ ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। ফেব্রুয়ারি মাসে এই সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে করা হয়েছিল ১ হাজার ৪৭৮ টাকা।

২০২৫ সালের জানুয়ারির শুরুতে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হলেও, ১৪ জানুয়ারি তা ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনঃনির্ধারণ করা হয়। ওই দিন এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও ঘোষণা করা হয়েছিল।

২০২৪ সালে এলপিজির মোট ১১ দফা দামে পরিবর্তন এসেছে। এর মধ্যে ৪ দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়, আর ৭ দফায় বাড়ানো হয়। মূল্যবৃদ্ধি দেখা গেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে। অন্যদিকে দাম কমেছে এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স