ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

  • নিউজ প্রকাশের তারিখ : May 17, 2025 ইং
ছবি : সংগৃহীত ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728

রাজধানীর বাড্ডা থানার দক্ষিণ আনন্দনগরে আনসার ক্যাম্পের পাশে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- তোফাজ্জল মিয়া (৪৫) তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), তাদের মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাতের দিকে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের মোট পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের ড্রেসিং করা হচ্ছে। এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না। বাড্ডা এলাকায় তাদের বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে দগ্ধদের কাছ থেকে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. শরীফ জানান, আমার প্রতিবেশী তোফাজ্জল মিয়া একটি সিমেন্টের ফ্যাক্টরিতে কাজ করত। রাতের দিকে রান্না করার সময় চুলায় দেয়াশলাই জালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে পরিবারের সবাই দগ্ধ হয়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স