ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে থানা কর্তৃক ০৪(চার) কেজি গাঁজাসহ গ্রেফতার ০১

  • নিউজ প্রকাশের তারিখ : May 23, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728
খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি:

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জিল্লাল মোল্যা(৫০) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জিল্লাল মোল্যা(৫০) নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত সামছুল হক মোল্যার ছেলে। 
*অদ্য ২৩ মে'২৫ ভোর ০৫ঃ৪০ ঘটিকার সময় নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামস্হ পাখিমারা মাদ্রাসার মোড় (তেমাথা) জনৈক কামাল সরদারের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তা উপর হতে তাকে আটক করা হয়। 
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজীব পাল রাজু, এএসআই(নঃ) মোঃ ইকবাল হোসেন ও এএসআই (নিঃ) মোঃ নূর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ জিল্লাল মোল্যা(৫০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ০৪(চার) কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। 
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স