ঢাকা | বঙ্গাব্দ

লোহাগড়ায় অবৈধভাবে বালু উত্তোলন! ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728

মনির খান স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মধুমতী নদী আস্তাইল এলাকায় অবৈধ বালু উত্তোলন, যা আদালত কর্তৃক ইজারা স্থগিত ঘোষিত রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: সাইদুর রহমান নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ জুন) বিকালে লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, সাইদুর রহমান মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গোয়াগাছিয়া গ্রামের সাদেক মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ওই এলাকায় অনুমতি ছাড়াই বালু উত্তোলন করছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে তাৎক্ষণিক জরিমানার পাশাপাশি এলাকা ত্যাগের নির্দেশ দেন। 

লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স