ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দাপ্রধান নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
  • শেয়ার করুনঃ
আইআরজিসির গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজেমি। ছবি : সংগৃহীত
ad728

ইসরাইলের সামরিক হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন। একই হামলায় আরও দুজন কর্মকর্তাও নিহত হন। তেহরান বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম ও রাষ্ট্রীয় গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, রোববার ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি এবং তার উপপ্রধান হাসান মোহাক্কিক নিহত হয়েছেন।

এ ছাড়া হামলায় আরও একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা মোহসেন বাঘেরী নিহত হন বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো। এই আক্রমণ তেহরানের অভ্যন্তরেই সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ কাজেমি নিহতের বিষয়টি নিশ্চিত করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, আমরা তাদের (ইরানের) প্রধান গোয়েন্দা কর্মকর্তা এবং তার সহকারীকে তেহরানে পেয়েছি।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স