ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলে ৩৭০টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ইসরায়েলি হামলায় তেলআবিবের ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : সংগৃহীত
ad728

সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মোট ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ইসরায়েলকে লক্ষ করে নিক্ষেপ করেছে। সোমবার (১৬ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত এ হামলায় দেশটিতে অন্তত ২৪ জন নিহত ও ৫৯২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইরানি হামলায় ইসরায়েলের অন্তত ৩০টি স্থানে আঘাত লেগেছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে, শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, হাইফার আশেপাশে বিস্ফোরণ হচ্ছে এবং সেখানে ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও অবকাঠামোতে ক্ষয়ক্ষতি হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স