ঢাকা | বঙ্গাব্দ

সায়েন্স ল্যাব মোড়ে আইডিয়াল শিক্ষার্থীদের অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ছবি: সংগৃহীত
ad728

ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সতীর্থের মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করে সোয়া ঘণ্টা অবরোধ করে রেখেছিল ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুর ১টা থেকে শুরু হওয়া এ অবরোধে মিরপুর রোডসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

নিউ মার্কেট থানার ওসি মাহফুজুল হক জানান, তদন্ত করে বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা দুপুর সোয়া ২টার দিকে অবরোধ তুলে নেয়।

তবে অবরোধ তোলার পরও যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরা শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকে আবার পরীক্ষা শেষে আন্দোলনে যোগ দেন।

আইডিয়াল কলেজের শিক্ষার্থী আল আমিন জানান, মাসখানেক আগে বাংলামোটরে আদিল নামে প্রথম বর্ষের এক শিক্ষার্থী নিহত হন। “প্রথমে এটি সড়ক দুর্ঘটনা বলা হলেও আমরা জানতে পারি এটি পরিকল্পিত হত্যা। পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।”

তার অভিযোগ, “ভিডিও ফুটেজ চেয়েও পাইনি, আসামি দ্রুত জামিনে মুক্ত হয়ে যায়। পুলিশের গাফিলতির বিচার চাই এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচার দাবি করছি।”

নিহত আদিলের মা শারমীন জাহানও আন্দোলনে যোগ দেন। তিনি জানান, গত ২৩ মে রাতে ৩০০ ফিট এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরে বাসায় ফেরার পথে বাংলামোটরে ট্রাকচালক ইব্রাহীম খলিলের সঙ্গে কথাকাটাকাটি হয় আদিলের। “পরে ট্রাক দিয়ে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিয়ে তার উপর দিয়ে চালিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে চালককে গ্রেপ্তার করলেও তিনি কয়েক দিনের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে যান।”


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স