ঢাকা | বঙ্গাব্দ

ইরানে বোমা ফেলা বি-২ বোম্বার চক্কর দিল হোয়াইট হাউসের আকাশে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
  • শেয়ার করুনঃ
হোয়াইট হাউসের আকাশে বি-২ বোম্বার। ছবি : সংগৃহীত
ad728

ইরানের পরমাণু স্থাপনা গুঁড়িয়ে দিতে বাঙ্কার বাস্টার ফেলে যুক্তরাষ্ট্র। এ হামলার সফলতায় শক্তিশালী বি-২ বোম্বারকে ক্রেডিট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বিমান এবার হোয়াইট হাউসের আকাশে চক্কর দিল।

শুক্রবার (৪ জুলাই) হোয়াইট হাউসে স্বাধীনতা দিবসের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানে প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে স্যালুট দেয় মার্কিনিদের গর্বের প্রতীক বোমারু বিমান। খবর এনডিটিভির।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ট্রাম্প হোয়াইট হাউসের বারান্দা থেকে দুটি বি-২ বোমারু বিমানের স্যালুট গ্রহণ করেন। বোম্বারের পাশে এফ-৩৫ ও এফ-২২ যুদ্ধবিমানের গর্জন বিশেষ আবহ তৈরি করে।

ইরানে বোমা হামলা চালানো পাইলটরাও হোয়াইট হাউসের অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন। এ ছাড়া হোয়াইট হাউসের দক্ষিণ লনে সামরিক পরিবারের জন্য একটি পিকনিকের আয়োজন করেন ট্রাম্প। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে মাতেন মার্কিন সেনারা।

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির জন্য বি-২ বোমারু বিমানকে ক্রেডিট দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, আমাদের বি-২ বোমারু বিমানের পাইলটদের এবং সেই অভিযানের সঙ্গে যুক্ত সকলের প্রতিভা-সাহস ছাড়া আমরা আজকের ‘চুক্তি’ করতে পারতাম না।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমা হামলার কথা উল্লেখ করে তিনি আরও লিখেন, একটি নির্দিষ্ট এবং অত্যন্ত বিদ্রূপাত্মক উপায়ে সন্ধ্যার শেষের দিকে সেই নিখুঁত ‘আঘাত’ সব পক্ষকে একত্রে বৈঠকে বসায় এবং চুক্তিটি সম্পন্ন হয়।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স