ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বকাপের আগমুহূর্তে অবসর নিলেন ১২৪ ম্যাচ খেলা ভারতীয় ক্রিকেটার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ভারতের ব্যাটার বেদা কৃষ্ণমূর্তি, ছবি: সংগৃহীত
ad728
নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। ঠিক এমন এক সময়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের অভিজ্ঞ ব্যাটার বেদা কৃষ্ণমূর্তি। 

শুক্রবার (২৫ জুলাই) সামাজিক মাধ্যমে দেয়া এক আবেগঘন পোস্টে ৩২ বছর বয়সী এই ক্রিকেটার তার অবসরের ঘোষণা দেন।বেদা লিখেন, বড় স্বপ্ন নিয়ে ছোট শহরের মেয়ের বেড়ে ওঠা থেকে গর্বের সঙ্গে ভারতের জার্সি পরা। যে শিক্ষা ও মানুষজনকে পেয়েছি এবং যে সব স্মৃতি রয়েছে, তার জন্য ক্রিকেটের প্রতি কৃতজ্ঞ। খেলা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে। তবে ক্রিকেট থেকে সরছি না। সব সময় ভারতের পাশে, দলের পাশে আছি।

নিজের ছবির সঙ্গে যুক্ত করা একাধিক বার্তায় তিনি আরও লেখেন, ছোট গলি থেকে উঠে এসে কখনও ভাবতে পারিনি বড় স্টেডিয়ামে খেলব। ক্রিকেট শুধু একটা জীবন নয়, আরও অনেক কিছু দিয়েছে। আমাকে পরিচিতি দিয়েছে, লড়াই শিখিয়েছে।

সবশেষে তিনি ধন্যবাদ জানিয়েছেন নিজের পরিবার, ভারতীয় ক্রিকেট বোর্ড, কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা এবং সতীর্থদের।

২০১১ সালে মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল বেদার। সেই ম্যাচেই তিনি করেছিলেন ৫১ রান। এরপর তিনি খেলেন ৪৮টি ওয়ানডে এবং ৭৬ টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডেতে তার সংগ্রহ ৮২৯ রান, আর টি-টোয়েন্টিতে ৮৭৫ রান।

ভারতের নারী ক্রিকেট ইতিহাসে অন্যতম স্মরণীয় মুহূর্তগুলোর সঙ্গে জড়িয়ে আছেন বেদা। ২০১৭ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স