ঢাকা | বঙ্গাব্দ

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বটির আঘাতে এসআই আহত, আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2025 ইং
  • শেয়ার করুনঃ
কুষ্টিয়ায় বটির আঘাতে আহত ডিবি পুলিশের এসআই ইসরাফিল হোসেন
ad728
কুষ্টিয়ায় সন্দেহভাজন আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতার ছেলের বটির আঘাতে ইসরাফিল হোসেন (৪৮) নামে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক উপ–পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ১টার দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ হামলা হয়।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পাশাপাশি অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তাঁর ছেলেকে আটক করে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলো– কুষ্টিয়া শহরের ছয় রাস্তারমোড় এলাকার হারুন-উর-রশিদ (৫০) ও তাঁর ছেলে প্রণয় হোসেন (২৫)। হারুন শহর আওয়ামী লীগের সহ-সভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় আহত এসআইকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা হারুন-উর-রশিদকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আজ বেলা পৌনে ১টার দিকে ডিবি পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে ঢুকলে হারুনের ছেলে প্রণয় অতর্কিতভাবে বটি দিয়ে এসআই ইসরাফিলের পিঠে আঘাত করে। এই হামলায় তিনি আহত হলে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ডিবি পুলিশ বাবা-ছেলেকে আটক করে নিয়ে যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার মিঠুন চক্রবর্তী বলেন, ‘ওই পুলিশ সদস্যের পিঠে ধারালো অস্ত্রের দুটি আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ বলেন, ‘সন্দেহভাজন এক আসামিকে ধরতে বিশেষ অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। সেখানে হঠাৎ করেই অতর্কিতভাবে এসআই ইসরাফিলের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি জখম হয়েছেন। এ ঘটনার দুজনকে আটক করা হয়েছে। যাকে ধরতে গিয়েছিল তিনি আওয়ামী লীগ নেতা।’


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স