প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এসময় হুড়োহুড়িতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) প্রমেন্দ্র সিং দোভাল জানিয়েছেন, ‘পুলিশ বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৩৫ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ছয়জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বৈদ্যুস্পৃষ্ঠের গুজবের ফলে সৃষ্ট আতঙ্ক পদদলিত হওয়ার মূল কারণ বলে মনে হচ্ছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি বলেন, ‘উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা দেবী মন্দিরে যাওয়ার পথে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। হতাহতদের পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
উত্তরাখণ্ড সরকার নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছে।