ঢাকা | বঙ্গাব্দ

আজ শহিদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি, চলছে প্রস্তুতি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728
কেন্দ্রীয় শহিদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় দলটির নেতারা এই ইশতেহার ঘোষণা করবে। এ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চলছে সমাবেশ মঞ্চ প্রস্তুতির চূড়ান্ত কার্যক্রম। 

আজকের সমাবেশে ইশতেহার ঘোষণার পাশাপাশি ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিও জানানো হবে বলে জানিয়েছেন এনসিপির নেতারা। সমাবেশটি বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে দলটির নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন শহিদ মিনার প্রাঙ্গণে।

এদিকে এই আয়েজনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। লাগানো হয়ে হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। আর সাদা পোষাকে নজরদারি করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স