ঢাকা | বঙ্গাব্দ

স্বামীর মৃত্যুদণ্ড জনসম্মুখে, স্ত্রীর দণ্ড হবে কারাগারে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728

ইরানের দক্ষিণাঞ্চলে প্রকাশ্যে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ফার্স প্রদেশের বেইরাম এলাকায় চারজনকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত ওই ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান।

মিজানের প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবরে এক নারীর বাড়িতে ডাকাতির সময় ওই ব্যক্তি ও তার স্ত্রী নৃশংসভাবে বাড়ির মালিক এক নারী এবং তার তিন শিশুকে হত্যা করেন। এ ঘটনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে এপ্রিল মাসে ইরানের সুপ্রিম কোর্টও রায় বহাল রাখে।

মঙ্গলবার সকালে জনসমক্ষে ফাঁসি কার্যকর হলেও তার স্ত্রীর মৃত্যুদণ্ড কারাগারের ভেতরে কার্যকর করা হবে বলে মিজান জানিয়েছে। তবে কবে সেই সাজা কার্যকর হবে তা প্রকাশ করা হয়নি।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে চীনের পরই ইরান দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে সাধারণত ভোরের দিকে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হয়। হত্যা ও ধর্ষণের মতো অপরাধের শাস্তি মৃত্যুদণ্ডযোগ্য হিসেবে বিবেচিত হয় ইরানে।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স