ঢাকা | বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বাড়ির ছাদে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুবলপুরে বিদ্যুতায়িত হয়ে আলিফ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ হোসেন সুবলপুর গ্রামের কৃষক আব্দুল মোমিনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। আলিফ স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, প্রতিবেশী বাবুর বাড়ির ছাদে কয়েকজন শিশুর সঙ্গে খেলার সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায় আলিফ। পরে শিশুটি তারের সঙ্গে ঝুলে থাকে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ডিউটি অফিসার (এএসআই) আবুল বাশার জানান, বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স