ঢাকা | বঙ্গাব্দ

কাতারে হামলার নিন্দা জানাতে বৈঠকে বসছেন মুসলিম নেতারা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2025 ইং
  • শেয়ার করুনঃ
ad728

দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানাতে এবং কাতারের প্রতি সংহতি প্রকাশে আরব ও মুসলিম নেতাদের নিয়ে একটি শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, আগামী সোমবারের (১৫ সেপ্টেম্বর) বৈঠকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব বিবেচনা করা হবে। এর আগে রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে খসড়াটি প্রস্তুত হবে।

সরকারি বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, সম্মেলনের মাধ্যমে ‘ইসরায়েলি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্পষ্ট প্রত্যাখ্যান’ এবং ‘কাতারের প্রতি ব্যাপক আরব ও ইসলামিক সংহতি’ জানানো হবে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বৈঠকে যোগ দেবেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দোহায় থাকলেও বৈঠকে তার উপস্থিতি এখনো নিশ্চিত হয়নি।

গত মঙ্গলবার দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল, যার মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় রাজতন্ত্রগুলোও রয়েছে।

কাতারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি অবস্থিত। পাশাপাশি মিশর ও যুক্তরাষ্ট্রের মতো গাজা যুদ্ধের মধ্যস্থতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশটি।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স