ঢাকা | বঙ্গাব্দ

গুলশানে যুবক হত্যার নেপথ্যে কী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 21, 2025 ইং
  • শেয়ার করুনঃ
সুমন। ছবি : সংগৃহীত
ad728

রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন সুমন (৩৩) নামে এক যুবক। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে পুলিশ প্লাজার পাশে ফজলে রাব্বী পার্কের কোণে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর পরিবারের অভিযোগ, ব্যবসায়িক বিরোধের জেরে সুমনকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, সুমন ছিলেন একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য।

সুমনের পরিবারের জানায়, মহাখালী এলাকায় ইন্টারনেট সংযোগ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সুমন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিদ্বন্দ্বী গ্রুপের হুমকির মুখে ব্যবসা ছাড়তে বাধ্য হন তিনি।

সুমনের স্ত্রীর বড় ভাই মো. বাদশা মিয়া গণমাধ্যমকে জানান, মহাখালী টিবি গেট এলাকায় ‘প্রিয়জন’ নামে একটি ইন্টারনেট ব্যবসা রয়েছে। সুমনের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল একে-৪৭ গ্রুপের রুবেল নামে এক ব্যক্তির সঙ্গে। সে কয়েকবার হত্যার হুমকিও দিয়েছিল সুমনকে।

নিহতের স্ত্রী মৌসুমী জানান, সুমন মহাখালী এলাকায় ইন্টারনেট সংযোগ দিত। বিরোধী পক্ষ নানা হয়রানি করে তাকে ব্যবসা ছাড়তে বাধ্য করেছে।

এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এসএম নজরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, নিহত সুমনের বিরুদ্ধে ছয়টি মামলা ছিল। তিনি একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, নিহত ব্যক্তির তার নাম টেলি সুমন। তার বিরুদ্ধে ছয়টি মামলা ছিল। সে-ও একটি গ্রুপের সদস্য। আন্তঃগ্রুপ কোন্দল থেকে হত্যা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। হত্যাকারীদের শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন প্রযুক্তির সহায়তা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স