ঢাকা | বঙ্গাব্দ

ছবিতে মার্চ ফর গাজা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2025 ইং
সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের পতাকা হাতে জনতার ঢল। ছবির ক্যাপশন: সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের পতাকা হাতে জনতার ঢল।
ad728

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি অনুষ্ঠান শুরু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় মূল কর্মসূচি শুরু হয়।

গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত।


পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ‘মার্চ ফর গাজা’র আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রসঙ্গত, গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন ও বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম বলে জানিয়েছেন আয়োজকরা। তাদের দাবি সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে এ প্রতিবাদ কর্মসূচিতে।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স