ঢাকা | বঙ্গাব্দ

দুপুরের মধ্যে হতে পারে তীব্র ঝড়

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2025 ইং
ছবি : সংগৃহীত ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728

দুপুরের মধ্যে দেশের তিন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

রোববার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য দেন।

পোস্টে তিনি লেখেন, কালবৈশাখি ঝড় বর্তমানে সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করছে। রোববার সকাল ৯টা ৪০ মিনিটের পর থেকে দুপুর ১২টা পর্যন্ত হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার উপর দিয়ে অতিক্রম করে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের উপর প্রবেশ করার আশঙ্কা করা যাচ্ছে।তিনি আরও লেখেন, সকাল ১০ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ভারতের আসাম রাজ্যের পূর্ব দিকের করিমগঞ্জ, কাছার ও হাইলা কান্দি জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

এছাড়া, সকাল ১০ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স