প্রিন্ট এর তারিখঃ May 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 19, 2025 ইং
লোহাগড়ায় পৌর শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

মনির খান স্টাফ রিপোর্টার:
লোহাগড়া পৌর সভার ৯ মং ওয়ার্ড শ্রমিক দলের এক বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) বিকাল ৪ টায় পৌরসভার রাজুপুর গ্রামের খানেখোদা ঈদগাহ চত্বরে পৌর শ্রমিক দলের আহবায়ক মেহেরাব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুজ্জামান আমল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুর রশীদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্যা, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লায়েক মৃধা। এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জুনু, জালাল উদ্দীন পান্নু, জাসেদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ফারুক শেখ, সেলিম শেখ ও মিজানুর রহমান।
পরে মিজানুর রহমানকে সভাপতি, আনিচুর রহমানকে সাধারণ সম্পাদক এবং আরব গাজীকে সাংগঠনিক সম্পাদক করে ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের একটি কমিটি গঠন করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ