প্রিন্ট এর তারিখঃ Oct 2, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 27, 2025 ইং
লোহাগড়া পৌরসভার নাইট গার্ড ৫ বছর চাকুরী জীবনে ১ রাতের জন্য ও বাড়িতে ঘুমাননি
মনির
খান স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া পৌরসভার নাইট গার্ড মোঃ উজ্জ্বল শেখ তিনি ৫ বছর চাকুরী
জীবনে এক রাতের জন্য হলেও তার বাসায় ঘুমাননি।
৫ বছরের মধ্যে তিনি ১ দিনের জন্য ও ছুটি পাননি।
জনমনে প্রশ্ন এ কেমন চাকুরী জীবন। জীবন জীবিকার জন্য কি এতো ত্যাগ স্বীকার
করে বেঁচে থাকতে হয়?
আমরা সাধারণ জনগণ ৫ বছর ধরে দেখছি নাইট গার্ড উজ্জ্বল শেখকে প্রতি রাতে পৌর
ভবনে নাইট ডিউটি করতে। আমাদের জানা মতে আরও তো একজন নাইট গার্ড আছে!
কিন্তু উজ্জ্বল শেখ তিনি একা কেন ডিউটি করেন? পৌর কর্তৃপক্ষ কি বিষয়টি
দেখেন নাই ? না উজ্জ্বল শেখের উপর জুলুম করে তাকে দিয়ে ৫ বছর ধরে লাগাতার
নাইট গার্ডের ডিউটি করানো হচ্ছে?
জনসাধারণ জানতে চাই, নাইট গার্ড পিকুল তিনি তো একজন নিয়মিত নাইট গার্ড,
কিন্তু তিনি কেন ডিউটি করেন না? উজ্জ্বল শেখ তো মাস্টার রোলে চাকুরী করে।
তাই বলে কি তার উপর জুলুম করে ৫ বছর ধরে লাগাতার প্রতিরাত নাইট ডিউটি করাতে
হবে? ৫ বছরের মধ্যে কি ১ রাত বা ১দিনের জন্য ও কি বাড়িতে ঘুমোতে পারেনা?
একজন মানুষ কেমন করে পারে ৫ বছর ধরে ১ রাতের জন্য ও তার স্ত্রীর পাশে না
ঘুমিয়ে থাকতে?
নাইট গার্ড উজ্জ্বল শেখের স্ত্রী- মনে হয় পেটের দায়ে
তার সংসারে পড়ে আছে।
একজন শিক্ষক বলেন, ২ জন নাইট গার্ড কে যদি সমান ভাবে ডিউটি বন্টন করে
দেওয়া হয় তাহলে তো কাহারো কোন সমস্যা হওয়ার কথা না।
একজন ১ মাস নাইট ডিউটি করলো, অপর জন ১ মাস দিনে ডিউটি করলো! এমন করে ডে/
নাইট ভাগাভাগি করে করলে তো এক এক জন বছরে ৬ মাস দিনে ডিউটি ৬ মাস রাতে
ডিউটি করতে পারে।
তাতে কাহার ও প্রতি জুলুম হয় না।
সর্বোপরি উল্লেখিত বিষয়টি পৌর প্রশাসক মহোদয় কে দেখে শুনে ব্যবস্থা গ্রহণ
করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ