প্রিন্ট এর তারিখঃ Oct 2, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 27, 2025 ইং
অন্যায়ের প্রতিবাদে সেনাবাহিনীর হস্তক্ষেপে ন্যায্য অধিকার ফিরে পেলেন ভুক্তভোগী উজ্জ্বল শেখ

স্টাফ
রিপোর্টার: মনির খান
নড়াইলের লোহাগড়া পৌরসভার এক কর্মীর দীর্ঘ পাঁচ বছরের অন্যায়ের কাহিনি
‘জার্নাল বাংলাদেশ ডেক্স সংবাদ’ পোর্টালে, প্রকাশ হওয়ার পর সেনাবাহিনী
দ্রুত ও দৃষ্টান্তমূলক হস্তক্ষেপ করেছে। মোঃ উজ্জ্বল শেখ পাঁচ বছর ধরে পৌর
ভবনে টানা প্রতিরাত দায়িত্ব পালন করেও একদিনের ছুটিও পাননি। তার অধিকারের
এই অনুপস্থিতি এলাকায় জনজীবনে উদ্বেগ ও প্রশ্ন তুলেছিল।
নড়াইল সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বশীল অধিনায়ক, মেজর জিল্লুর রহমান এর
নেতৃত্বে সেনাবাহিনীর টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ
করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব বণ্টন
পুনর্গঠন করেন এবং নিশ্চিত করেন যেন ভবিষ্যতে আর কারো অধিকার বঞ্চিত না হয়।
স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠন এই পদক্ষেপকে অত্যন্ত প্রশংসা করেছে।
তারা বলেন, “সেনাবাহিনীর এই সাড়া দেশের সেবায় তাদের দায়বদ্ধতার পরিচয় দেয়।

লোহাগড়ায় শুধু নিরাপত্তা নয়, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও
তারা সক্রিয় ভূমিকা পালন করছে।”
নড়াইল সেনাবাহিনী ক্যাম্পের অধিনায়ক মেজর জিল্লুর রহমান স্থানীয়দের সাথে
সরাসরি কথা বলে তাদের দুঃখ-সুখ বুঝে কাজ করে যাচ্ছেন। নড়াইল জেলা ছাড়াও
দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড
পরিচালনা করে আসছে, যা এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলছে।
এ ঘটনায় প্রশাসনও সেনাবাহিনীর সমন্বিত উদ্যোগকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে
অনিয়ম ও অন্যায় রোধে কঠোর অবস্থান গ্রহণের আশ্বাস দিয়েছে।
অবশেষে, দীর্ঘদিনের অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদ ও সংবাদমাধ্যমের
তৎপরতায় মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ায় সেনাবাহিনীর ভূমিকা
স্থানীয়দের মাঝে আস্থার নতুন আলো জ্বালিয়েছে।
জনগণ আশা প্রকাশ করেছেন, দেশের প্রতিটি কোণে সেনাবাহিনী ও প্রশাসন যেন
এভাবেই জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ থেকে অন্যায় ও অবিচার প্রতিরোধ করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ