প্রিন্ট এর তারিখঃ Oct 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 28, 2025 ইং
নড়াইলের নড়াগাতী থানা কর্তৃক ০২(দুই) কেজি গাঁজাসহ গ্রেফতার ০২
মনির
খান স্টাফ রিপোর্টার:
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ হাসিব শেখ(৩২) ও ইকরাম মৃধা(৫০) নামের ০২
জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ হাসিব শেখ(৩২) লোহাগড়া থানাধীন পাচুড়িয়া গ্রামের ওলিয়ার
শেকের ছেলে ও ইকরাম মৃধা(৫০) লোহাগড়া থানাধীন পার মল্লিকপুর গ্রামের মৃত
মোকছেদ মৃধার ছেলে।
২৮ মে'২৫ রাত ১২ঃ২০ ঘটিকার সময় নড়াগাতী থানাধীন
কলাবাড়িয়া ইউনিয়নের গৌরিপুর গ্রামের গৌরিপুর বাজারে অবস্থিত সার্বজনীন
দুর্গাপূজা মন্দির এর পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হতে তাদের আটক করা
হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ
আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) এফ.এম.তারেক ও এএসআই(নঃ) মোঃ মাহমুদ
করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ হাসিব শেখ(৩২) ও ইকরাম মৃধা(৫০) কে
গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ০২(দুই) কেজি
গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত
নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ