প্রিন্ট এর তারিখঃ Oct 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 30, 2025 ইং
লোহাগড়ায় ভূমি জালিয়াতি মতিয়ার রহমান- ৬ শরিকের জমি ফাঁকি দিয়ে, করে নিলেন নিজের নামে !

মনির খান স্টাফ রিপোর্টার। নড়াইলের লোহাগড়া পৌরসভার জয়পুর গ্ৰামের মৃত্যু: ইমান উদ্দিন ফকিরের ছেলে মতিয়ার রহমান ফকির! তিনার ভূমি জালিয়াতির বেড়াজালে আটকা পড়েছে আপন ভাই ও বোন মিলে ৬ শরিক। মৃত্যু ইমান উদ্দিন ফকিরের জমির সম্পত্তির শরিক ৭ জন ! ১/মৃত্যু মজিবার রহমান ফকির ২/মৃত্যু আতিয়ার রহমান ফকির ৩/মতিয়ার রহমান ফকির ৪/গোলাম মোস্তফা ফকির ৫/আইয়ুব হাসান ফকির ৬/রহিমা খাতুন ৭/কহিনূর বেগম।
ভুমি জালিয়াতি মতিয়ার রহমান ফকির তিনি ৭ জন ওয়ারিশের মধ্যে ৬ জনকে বাদ দিয়ে তিনার একার নামে ওয়ারিশ কায়েম সার্টিফিকেট তৈরি করে নাম জারির জন্য ২বার ২টি আবেদন করেছিলেন। মিউটেশন আবেদন নং (৬৩৩৬৬৫১০) ও (৬৩৫৮৭৫৪) তিনি আবার ও ৭ জন ওয়ারিশের মধ্যে ১জন ওয়ারিশ আতিয়ার রহমানকে বাদ দিয়ে ৬ জনকে ওয়ারিশ করে, ৭ জনের জমির নাম জারির বিরুদ্ধে মিস কেস করেছেন! মিস কেস নং ৯/২০২৫ । ভূমি জালিয়াতি মতিয়ার রহমানের জালিয়াতির শেষ নাই, ১৯৮১ সালে মতিয়ার রহমান ফকির ও তার বোনের স্বামী শামসুর রহমান ভূঁইয়ার নামে লোহাগড়া ৬৭ নং জয়পুর মৌজার ১৫১৯/৩৩৪৮/২৮৫৬/১৪৯৪ দাগের মোট ৪১ শতাংশ জমির দলিল রেজিষ্ট্রি হয়। কিন্তু এর মধ্যে ৩৩৪৮ নং দাগটি ভুলক্রমে দলিলে অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে সংশোধন করতে গিয়ে মতিয়ার রহমান ফকির তার নিজের নামে ওই জমিটা জালিয়াতি করে নিয়ে নেয়। ভুমি জালিয়াতি মতিয়ার রহমানের বাবা মৃত্যু ইমান উদ্দিন ফকির বেঁচে থাকতে মতিয়ার রহমান ফকির,সুকৌশলে বাবার টিপসই যে ভাবে হোক জালিয়াতি করে ৬ শরিকের ৭০ শতাংশ জমি তার দখলে নিয়ে নেয়। এ ছাড়াও ৮৬ শতাংশ জমি বিভিন্ন কৌশলে মতিয়ার রহমান ফকিরের কব্জায় নিয়ে নেয়। আর এক ভাই আইয়ুব হাসান- তার নিজস্ব ক্রয়কৃত সম্পত্তি জালিয়াতি করে মতিয়ার রহমানের নামে রেকর্ড করে নেয়। লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদের ক্যাশিয়ার থাকাকালীন ২ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। কবরস্থানের জমি জালিয়াতি করে দখলের নেয়ার জন্য আদালতে মামলা করেছেন। এ ছাড়াও, জয়পুর গ্ৰামে তার বিরুদ্ধে জালিয়াতি বিষয় নিয়ে গণস্বাক্ষরকৃত একটি অভিযোগপত্র বিভিন্ন ভুমি সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রেরণ করেছে এলাকাবাসী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ