গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে জিম্মিদের মধ্যে ২০ জন নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে ৫৪ জন ইসরাইলি বন্দির জীবনকে বিপন্ন করে তুলেছে দেড় বছরেরও বেশি সময় ধরে চলমান দখলদার বাহিনীর অভিযান।
শুক্রবার (৩০ মে) ইসরাইলি দৈনিক হারেৎজের অনুসন্ধানে এসব তথ্য উঠে আসে। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ৬০১ দিনের সংঘাতে বিমান হামলাসহ ইসরাইলি সেনবাহিনীর অভিযানে বন্দিদের সরাসরি মৃত্যু হয়েছে অথবা ‘তাদের অবস্থানের কাছাকাছি সামরিক কার্যকলাপের কারণে বন্দিদের মৃত্যু হয়েছে।’
হারেৎজের ইসরাইলি জিম্মিদের হত্যার এ দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি ইসরাইল ও হামাস।
হারেৎজ জানিয়েছে, জিম্মিদের নিয়ে উদ্বেগের কারণে শত শত হামলা এড়ানো হলেও ইসরাইলি সেনাবাহিনী কয়েকশ মিটারের ‘নিরাপদ দূরত্বে’ হামলার অনুমোদন দিয়েছে।
একটি সামরিক সূত্র হারেৎজকে জানিয়েছে, ‘যত বেশি হামলা হবে, ঝুঁকি তত বেশি হবে।’
আরেকজন স্বীকার করেছেন, ‘যেখানে (জিম্মিদের সম্পর্কে) কোনো তথ্য নেই, সেখানে হামলা চালানো হয়।’