প্রিন্ট এর তারিখঃ Oct 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 1, 2025 ইং
সৈনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে ছিল আত্মহত্যার চিরকুট

মনির খান স্টাফ রিপোর্টার।
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ওয়ার্কশপ ভবন থেকে এসএম সৌরভ হোসেন নামে এক সৈনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি আত্মহত্যার ঘটনা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আরপি গেট সংলগ্ন সৈনিক ব্যারাকের ওয়ার্কশপ ভবনে কনস্ট্রাকশনের বাঁশের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন সৌরভ হোসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত সৈনিক এসএম সৌরভ হোসেন ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ গ্রামের উজির আলী মোল্লার ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।
পুলিশ জানায়, কিছুদিন আগে সৌরভকে বগুড়া সেনানিবাস থেকে রাজেন্দ্রপুর সেনানিবাসে এমপি (এপিসি) স্কট হিসেবে বদলি করা হয়। বদলির পর থেকেই তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
রবিবার সকালে তিনি গোপনে চার্জার পয়েন্টে থাকা ল্যান্স করপোরাল ইয়াসির আরাফাতের মোবাইল ফোন ব্যবহার করে এক বেটিং সাইটে ১৪ হাজার টাকা জমা দেন। বিষয়টি টের পেয়ে ইয়াসির তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং অন্যান্য সহকর্মীদের ডাকেন।
এই ঘটনায় সৌরভকে নজরবন্দি করা হয়। ভোরে ওয়াশরুমে যাওয়ার কথা বলে পাহারাদারের সঙ্গে যান তিনি। কিছুক্ষণ পর সাড়া না পেয়ে প্রহরী ভিতরে ঢুকে দেখতে পান, ওয়াশরুম ফাঁকা এবং জানালা খোলা।
পরে খোঁজ নিয়ে দেখা যায়, ব্যারাক লাইনের তৃতীয় তলার পাশে কনস্ট্রাকশনের বাঁশে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সৈনিক সৌরভের মরদেহ।
ঘটনাস্থল থেকে একটি বিশেষ চিরকুটও উদ্ধার করা হয়েছে। সেখানে সৌরভ নিজের দোষ স্বীকার করে আত্মহত্যার কারণ উল্লেখ করেছেন বলে জানান ওসি আব্দুল হালিম।
এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ