প্রিন্ট এর তারিখঃ Oct 2, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 1, 2025 ইং
লোহাগড়ার কুমড়ি গ্রামে আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে রবিবার (১ জুন) বিকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নড়াইল (সদর) সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল ইসলাম। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হোসেন সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন—
নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান,লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,সদস্য আবু হায়াত সাবু,
লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু,সাংগঠনিক সম্পাদক এস.এ. সাইফুল্লাহ মামুন,লোহাগড়া উপজেলা শ্রদিকদলের আহবায়ক মোঃ আকতার মোল্লা,উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলম,জেলা
কৃষকদলের সাবেক সদস্য সচিব এনামুল কবির চন্দন,লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম জাহাঙ্গীর,ইঞ্জিনিয়ার রাজু আহমেদ বাপ্পি (যুবদল নেতা),বিএনপি নেতা মিজানুর রহমান মিজান,মোঃ ওলিয়ার রহমান সহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কুমড়ি গ্রামে দুটি পক্ষের মধ্যে যে বিরোধ বিরাজ করছিল, তা সামাজিক সম্প্রীতি ও গ্রামীণ শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন ঘটাচ্ছিল। এ ধরনের সমস্যা সমাধানে প্রশাসনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সমাজে পারস্পরিক সম্মান ও সহনশীলতার চর্চা প্রয়োজন।সভা শেষে সকল পক্ষের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার করেন।
এ সভার মাধ্যমে গ্রামবাসীর মধ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ