প্রিন্ট এর তারিখঃ Oct 2, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 22, 2025 ইং
নড়াইলের ক্যাপ্টেন মাহবুবুর রহমানের ভেনেজুয়েলার কারাগারে বন্দী'র ৫ মাসেও মুক্তি মেলেনি
খন্দকার
ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি:
চলতি বছরের (২৯ জানুয়ারি) ভেনিজুয়েলার কারাগারে বন্দী হন বাংলাদেশী
ক্যাপ্টেন মাহবুবুর রহমান। কিন্তু ৫ মাস পেরিয়ে গেলেও এখনও তার মুক্তি
মেলেনি। কারাগারে বন্দী মাহবুবুর রহমানের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার
পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া গ্রামের নূর মোহাম্মদ মোল্যার ছেলে তিনি।
রবিবার (২২ জুন) সকালে পারিবারিক সূত্রে জানা যায়, বাংলাদেশি পতাকাবাহী
জাহাজ এম ভি মেঘনা প্রেস্টিজ গত ২৯ জানুয়ারি ভেনিজুয়েলায় বন্দর ত্যাগের
পূর্বে জাহাজের মালামাল লোডিংয়ের স্থানীয় নিয়ম মোতাবেক মাদকবিরোধী
অনুসন্ধান প্রটোকল অনুযায়ী জাহাজের নিমজ্জিত অংশ পরিদর্শনকালীন
ভেনিজুয়েলার একজন নাগরিক ও ডুবুরি প্রাণ হারান এবং অপর ডুবুরি আহত হয়।
এ ঘটনায় ভেনিজুয়েলা কর্তৃপক্ষ আইনি কার্যক্রম শুরু করে এবং জাহাজটি
স্থানীয় কোস্টগার্ডের তত্ত্বাবধানে নাবিক ও মালামালসহ আটক করে। জাহাজের
ক্যাপ্টেন, মাস্টার মাহবুবুরকে বিগত ৩০ জানুয়ারি স্থানীয় পুলিশ হেফাজতে
নেওয়া হয় এবং দুটি মামলা রুজু করে। এরপর থেকেই সে ওই দেশটির কারাগারে বন্দী
রয়েছেন।
এদিকে পরিবারের লোকজন চরম উদ্বেগে দিন কাটাছে। ক্যাপ্টেন মাহবুবুর রহমানের
বাবা মোহাম্মদ মোল্যা বলেন, মেঘনা গ্রুপের জাহাজ ছাড়িয়ে নিয়ে আসলেও জাহাজের
ক্যাপ্টেনের মুক্তির ব্যাপারে নেই কোন জোরালো পদক্ষেপ মেঘনা প্রেস্টিজ
আবার সাগরে ভেসেছে। কিন্তু মেঘনা প্রেস্টিজের ক্যাপ্টেন এখনো দেশে তার
পরিবারের পরিজনের কাছে ফিরে আসতে পারেননি। দিনে দিনে শারীরিক
অসুস্থতা,অবসাদ, বিষন্নতা তাকে তীব্র মানসিক যন্ত্রণার সম্মুখীন করছে।
এমতাবস্থায় তিনি বাংলাদেশের একজন নাগরিক ও প্রথম শ্রেণীর মাষ্টার
লাইসেন্সধারী হিসেবে সহযোগিতা চেয়েছেন এবং দেশে ফিরে আনার অনুরোধ
জানিয়েছেন তার বাবা মোহাম্মদ মোল্যা। ক্যাপ্টেন মাহবুবুর রহমানের একটা
ছেলে এবং একটা মেয়ে রয়েছেন। মাহবুবরের স্ত্রীর সাথে কথা হলে তিনি বলেন,
আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি সরকারের কাছে দাবি আমার স্বামী ক্যাপ্টেন
মাহবুবুর রহমানকে দ্রুত দেশে ফিরে আনা হোক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ