প্রিন্ট এর তারিখঃ Oct 2, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 26, 2025 ইং
আশুলিয়া ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
মোঃ
মনির মন্ডল, সাভার:
বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে
প্রতারণার অভিযোগে আশুলিয়ায় মেহেদী হাসান মৃদুল (২৭) নামের এক যুবককে
গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাতে আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার আদালতে
পাঠিয়েছে।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ফেসবুকে পরিচয়ের
সূত্র ধরে মেহেদীর সঙ্গে এক তরুণীর সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে প্রেমের
সম্পর্কের গভীরতা বাড়িয়ে বিয়ের আশ্বাস দেন মেহেদী।
এরপর ১০ ও ২০ জুন
সন্ধ্যায় আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে নিয়ে গিয়ে
তরুণীকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী তরুণীর দাবি, গত ২২ জুন রাতে হঠাৎ মেহেদী তাকে ফোন করে জানিয়ে
দেয়, তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। পরদিন ২৩ জুন শেনওয়ালিয়া বাজার এলাকায়
দেখা হলে মেহেদী স্পষ্টভাবে বলেন, “তোমাকে নিয়ে শুধু ফুর্তি করেছি, বিয়ের
কোনো ইচ্ছাই ছিল না।”
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী সোমবার (২৩ জুন) রাতে আশুলিয়া থানায় একটি ধর্ষণের
মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মেহেদীকে
গ্রেপ্তার করে।
এ বিষয়ে স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান
জানান, “তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় মেহেদী হাসানকে গ্রেপ্তার করা
হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।
প্রয়োজনীয়
তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা
গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ