প্রিন্ট এর তারিখঃ Oct 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 7, 2025 ইং
নড়াইলে টাকা না দিলে মেলে না ভূমি সেবা
মনির
খান স্টাফ রিপোর্টার:
নড়াইলের কালিয়া উপজেলার বাবলা হাচলা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নুরজাহান
আক্তার শিপ্রা'র বেপরোয়া ঘুষ বাণিজ্যের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ
স্থানীয়দের,জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশন বরাবর লিখিত অভিযোগ দায়ের।
বাবরা হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের একাধিক ব্যক্তি নাম পরিচয় জানাতে
অনিচ্ছুক তারা জানান,নায়েব নুরজাহান আক্তার শিপ্রা ২০০৮ সালে বাবলা হাচলা
ইউনিয়ন ভূমি অফিসের নায়েব হিসেবে কর্মরত থাকা অবস্থায় তার নানা অনিয়ম
দুর্নীতি'র প্রতিবাদ করায়,এক প্রতিবাদকারী'র নামে করেন,মিথ্যা মামলা বলেও
স্থানীয় গ্রামবাসী'রা জানান। বাবরা হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের হাচলা
এফতেদায়ী মাদ্রাসা'র সদস্য অহিদুল মোল্লা অভিযোগ করে বলেন,হাচলা এফতেদায়ী
মাদ্রাসা এমপিও ভুক্ত করার লক্ষ্যে ১ একর জমির দাখিলা কাটতে ভূমি অফিসের
নায়েব নুরজাহান আক্তার শিপ্রা'র কাছে গেলে তিনি নানা তালবাহানার
একপর্যায়ে ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ৫২২০ টাকার দাখিলা হাতে ধরিয়ে
দেন,ঘুষ দুর্নীতিবাজ নায়েব নুরজাহান আক্তার শিপ্রা। শুক্তগ্রামের মিন্টু
বিশ্বাস অভিযোগ করে বলেন,টাকা ছাড়া নায়েব নুরজাহান আক্তার শিপ্রা কিছুই
চেনেন না,টাকা দিলে তার কাছে সবই সম্ভব। স্থানীয়রা আরো বলেন,একজন ভূমিহীন
ব্যক্তি সরকারি জমির ডিসিআর এর আবেদন করায় নায়েব নুরজাহান আক্তার শিপ্রা
নিজে বাড়ি করবেন বলে জানিয়ে দেন,এবং বিভিন্ন সরকারি জায়গার ফসল সরকারের
কোষাগরের জমা না দিয়ে নিজে বাড়ি নিয়ে যান বলেও রয়েছে স্থানীয়দের মধ্যে
চাপা ক্ষোভ। নায়েব নুরজাহান আক্তার শিপ্রার বাড়ি পুরুলিয়া গ্রামে হওয়াই
গায়ের জোরে তিনি এসকল অনিয়ম দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য করেন দীর্ঘদিন ধরে
এবং তার রয়েছে একটি দালাল চক্র গ্রুপ। বাবরা হাচলা ইউনিয়ন ভূমি অফিসে
ঢুকতেই দেখা মেলে টেন্ডার ছাড়াই গায়ের জোরে ভূমি অফিসের ছোট বড় একাধিক
গাছ কেটে বিক্রি করেছেন,এই ঘুষ বাণিজ্যকারী নায়েব নুরজাহান আক্তার শিপ্রা।
এদিকে, সাংবাদিকদের ক্যামেরার সামনে অভিযোগ করাই অভিযোগকারীদের
দিচ্ছেন,লোকমারফত হুমকি, নায়েব নুরজাহান আক্তার শিপ্রা। এ বিষয়ে হাচলা
এফতেদায়ী মাদ্রাসা'র সুপার শামীম হোসাইন বলেন,পাঁচ হাজার দুই শত বিশ টাকার
দাখিলা দিয়ে আমার কাছ থেকে ত্রিশ হাজার টাকা নিয়েছেন নায়েব।
এ বিষয়ে
বাবরা হাচলা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নুরজাহান আক্তার শিপ্রা'র অনিয়ম
দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে তিনি কিছু
বলবেন না বলে জানিয়ে দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ