প্রিন্ট এর তারিখঃ Oct 2, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 19, 2025 ইং
লোহাগড়া ওয়ার্ড যুবলীগ নেতা মোস্তফা কামাল গ্রেফতার
মনির
খান স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলায় মোস্তফা কামাল উকিল নামের এক যুবলীগ নেতাকে
গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। তিনি লুটিয়া গ্রামের বাসিন্দা ও
স্থানীয় দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে
ছিলেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বিষয়টি
নিশ্চিত করে জানান, ১৯ জুলাই (শুক্রবার) ভোররাতে নিজ বাড়ি লুটিয়া গ্রাম
থেকে মোস্তফা কামালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি নাশকতার মামলায়
গ্রেফতারি পরোয়ানা ছিল। আটক করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয়
ছিলেন এবং এলাকায় যুবলীগের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতেন।
এদিকে, তার গ্রেফতারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
মোস্তফা কামাল উকিল তিনি এলাকায় বিভিন্ন প্রকার অনৈতিক কাজের সাথে জড়িত
রয়েছে বলে ও জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জার্নাল বাংলাদেশ