দ্রুত জুলাই সনদ দিতে আবারও অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন জামায়াতে
ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার রাজধানীতে ‘জুলাই ২৪ শহীদ পরিবার
সোসাইটি’ আয়োজিত এক স্মরণ সভায় তিনি আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, ‘রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদেরও দায় আছে৷ স্বীকার করে নিচ্ছি, আমরা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। চেষ্টায় ত্রুটি থাকলেও আন্তরিকতায় ঘাটতি ছিল না৷ জুলাই সনদ ১৮ কোটি মানুষের মুক্তির সনদ, এটি সবার প্রয়োজন। জুলাই যোদ্ধারা না থাকলে আমরা কেরানীগঞ্জে থাকতাম৷ আমরা এতো দ্রুত সব ভুলে যাচ্ছি কী করে?’
ডা. শফিকুর রহমান বলেন, ‘ঐকমত্য কমিশনে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হচ্ছে। কিন্তু যেটি অগ্রাধিকার দেওয়ার কথা কথা, সেটি তলানিতে পড়ে যাচ্ছে। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না৷ দুদিনের জন্য সবকিছু রাখুন, আগে জুলাই সনদ দিন। জুলাই পরিবারের সম্মান নিয়ে একটা লুকোচুরি হচ্ছে, এতো হীনম্মন্যতা কেন?’
দ্রুততম সময়ে মানবতা বিরোধী অপরাধীদের বিচার সম্পন্ন করার ওপরও জোর দেন জামায়াত আমির। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার পুরো বিচার শেষ করতে পারবে না। তবে মূল হোতাদের বিচার করা যায়, যাতে সরকারের প্রতি আস্থা তৈরি হয় যে বিচার হবে। তবে অযৌক্তিক ও অন্যায় বিচার চায় না জামায়াতে ইসলামী।’