লক্ষ্মীপুরের রায়পুরে রাস্তা পারাপারের সময় আনন্দ পরিবহনের একটি বাসের
চাপায় মরিয়ম আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রী নিহত ও অন্য দুজন আহত
হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া বাজার
এলাকায় এই দুর্ঘটনা হয়।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করে। এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
নিহত মরিয়ম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হোসেনের মেয়ে। সে রায়পুরের রাখালিয়া দারুল উলুম মহিলা মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বিকেল ৩টার দিকে সহপাঠীদের সঙ্গে মরিয়ম রাস্তা পারাপার হচ্ছিল। এসময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহণ নামের যাত্রীবাহী বাস মরিয়মসহ তার দুই সহপাঠীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মরিয়মের মৃত্যু হয়। অন্য দুজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে স্থানীয়রা গাড়ি চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হতাহতের ঘটনার খবর পেয়ে বিক্ষুদ্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে তারা। পরে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুর-সার্কেল) মো. জামিলুল হক, সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. ইশতিয়াক হোসেন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূইয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে বিচারের আশ্বাস দিলে আড়াই ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা।
স্থানীয়রা জানায়, এই সড়কে আনন্দ পরিবহন নামে এসব বাস কোনো আইনকানুন নিয়ম না মেনে গাড়ি চালায়। সব সময়ে দ্রুত গতিতে গাড়ি চালানো হয়। আজ রাস্তা পারাপারের সময় মাদরাসাছাত্রীর মৃত্যু ও দুজন গুরুতর আহত হয়। এর আগের দিন রাতে একই জায়গায় সড়ক দুর্ঘটনায় তানিয়া আক্তার সাথী নামে এক নারী নিহত ও ৫ জন আহত হয়। দ্রুত আনন্দ পরিবহন নামে এসব পরিবহন বন্ধের দাবি জানায় আন্দোলনকারীরা।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, ‘বাসচাপায় এক শিক্ষার্থীর মৃত্যু ও দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছ ফেলে টাওয়া জ্বালিয়ে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ও সেনাবাহিনী সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’
ওসি আরও বলেন, ‘নিহত শিক্ষার্থীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস চালককে আটক করা হয়েছে।’