মালয়েশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে কয়েক হাজার মানুষ।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারের দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি পূরণ না
হওয়ায় এই বিক্ষোভ। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের পদত্যাগ দাবি করছেন
বিক্ষোভকারীরা।
সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে জানা যায়, আজ শনিবারের এই বিক্ষোভ আয়োজন করে বিরোধী দলগুলো। ২০২২ সালের নির্বাচনে আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার পর দেশটিতে এটিই প্রথম বড় ধরনের প্রতিবাদ।
রাজধানী কুয়ালালামপুরের ইনডিপেনডেন্ট স্কয়ারে সমবেত হন বিক্ষোভকারীরা। তাদের মূল অভিযোগ, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণে ব্যর্থ হয়েছেন। বিক্ষোভকারীদে অনেকের হাতে ছিল ‘আনোয়ার পদত্যাগ কর’ লেখা প্ল্যাকার্ড।
প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আনোয়ার ইব্রাহীম। তাঁর মেয়াদকালে দেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দেশজুড়ে সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। সম্প্রতি দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ অর্থ সহায়তা ও জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন আনোয়ার ইব্রাহীম।
দেশটির বিরোধীদলীয় জোট পেরিকাতান ন্যাশনাল (পিএন) সমর্থিত এই বিক্ষোভ সমাবেশে বিরোধী দলগুলো ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকেও হাজার হাজার মানুষ এসেছে। সমাবেশের মূল বক্তাদের মধ্যে ছিলেন দুই সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও মুহিউদ্দিন ইয়াসিন।
মালয়েশিয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের ব্যর্থতা নিয়ে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এর জেরেই বিক্ষোভ বড় আকার নিচ্ছে। এই বিক্ষোভ আনোয়ার ইব্রাহীম সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।